1সিসিএ ফাউন্ডেশন কী?
সাইবার ক্রাইম অ্যাওয়ারনেস (সিসিএ) ফাউন্ডেশন একটি স্বেচ্ছাসেবী সামাজিক কার্যক্রমের প্ল্যাটফর্ম ।
2সিসিএ ফাউন্ডেশনে কী ধরনের কার্যক্রম হয়?
সিসিএ ফাউন্ডেশনের কার্যক্রম সম্পর্কে বিস্তারিত জানতে অনুগ্রহ করে নিচের লিংক পেজটি দেখুন.
https://ccabd.org/activities
https://ccabd.org/activities
3কিভাবে সিসিএ ফাউন্ডেশনের সঙ্গে যুক্ত হবো?
সাইবার সচেতনতায় স্বেচ্ছাসেবী কার্যক্রমের কর্মীরা চ্যাম্পিয়ন হিসেবে পরিচিত। আপনি চ্যাম্পিয়ন হতে চাইলে নিচের লিংক পেজটি দেখুন-
.
https://ccabd.org/joinus
https://ccabd.org/joinus
4সিসিএ ফাউন্ডেশনে যুক্ত হতে কোনো ফি প্রয়োজন হয়?
না, চ্যাম্পিয়ন রেজিস্ট্রেশন করতে কোনো ফি প্রয়োজন হয় না। এটি সম্পূর্ণ বিনামূল্যে।
5আমি সাইবার অপরাধের শিকার হয়েছি। এখন আমার কী করণীয়?
সবার আগে আপনার ঘটনার বিস্তারিত উল্লেখ করে নিকটস্থ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করুন।
মনে রাখবেন, জিডি করতে কোনো ফি’র প্রয়োজন হয় না। কেউ আপনার কাছে ঘুষ দাবি করলে প্রয়োজনে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাকে জানান।
তবে স্পর্শকাতর বিষয়ের ক্ষেত্রে দ্রুত সংশ্লিষ্ট অভিজ্ঞ ব্যক্তিদের সঙ্গে পরামর্শক্রমে আইনগত ব্যবস্থা নেয়া উচিত।
মনে রাখবেন, জিডি করতে কোনো ফি’র প্রয়োজন হয় না। কেউ আপনার কাছে ঘুষ দাবি করলে প্রয়োজনে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাকে জানান।
তবে স্পর্শকাতর বিষয়ের ক্ষেত্রে দ্রুত সংশ্লিষ্ট অভিজ্ঞ ব্যক্তিদের সঙ্গে পরামর্শক্রমে আইনগত ব্যবস্থা নেয়া উচিত।
6সাইবার অপরাধের শিকার হলে জিডিতে কী কী উল্লেখ করতে হয়?
সাধারণত কোন্ ধরনের অপরাধের শিকার হয়েছেন তা স্পষ্টভাবে বিস্তারিত উল্লেখ করতে হয়। এছাড়াও নিচের বিষয়গুলো সম্পর্কে অবশ্যই খেয়াল রাখা উচিত-
♦ ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট কোনো ফোন নম্বর থাকলে তা উল্লেখ করা।
♦ কোনো ওয়েবসাইটের বিষয় থাকলে সেটির ঠিকানা (URL) উল্লেখ করা
♦ ঘটনার সঠিক তারিখ ও সঠিক সময় উল্লেখ করা
♦ ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট কোনো ফোন নম্বর থাকলে তা উল্লেখ করা।
♦ কোনো ওয়েবসাইটের বিষয় থাকলে সেটির ঠিকানা (URL) উল্লেখ করা
♦ ঘটনার সঠিক তারিখ ও সঠিক সময় উল্লেখ করা