বিইউপি চ্যাপ্টারের আহ্বায়ক সজীব সদস্য সচিব শাহরিয়ার

সাইবার সচেতনতায় বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) চ্যাপ্টার গঠন করেছে সাইবার ক্রাইম অ্যাওয়ারনেস ফাউন্ডেশন। বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী মো. সজীব চৌধুরীকে আহ্বায়ক ও মার্কেটিং বিভাগের শাহরিয়ার আমিন নিবিরকে সদস্য সচিব করে ২১ সদস্যের আহ্বায়ক কমিটি করা হয়েছে। সোমবার এই কমিটি ঘোষণা দেয়া হয়।

\"\"

কমিটির অন্য সদস্যরা হলেন- আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শাহ মো. শামরির আল আফ, আসফি তাজওয়ার আমিন, মাহবুব হাসান খান, জাফরিন হুমায়রা, জান্নাতুল ফেরদৌস, সামিরা মেহনাজ, সুমাইয়া সারওয়ার মিম, তানজিম নাযিজা, মো. নাজাদ রশিদ আবির, খালিদ বিন ওয়ালিদ, মো. গোলাম মারুফ সাকলাইন আবির, মো. আল আমিন, আহনাফ আশিকুর রহমান, ডেভেলপমেন্ট স্টাডিজের আনিকা তাসনিম নিশাত, রিদওয়ান ইসলাম সিফাত, ইংরেজি বিভাগের মারিয়াম মণি, অর্থনীতি বিভাগের মো. নুরশাত ইসলাম (নিশাদ), সিফাত উজ্জামান শান্ত ও বিবিএ ম্যানেজম্যান্টের জিম মন্ডল।

তারা প্রত্যেকে ক্যাম্পাসে সাইবার সচেতনতায় বিভিন্ন কর্মসূচি পালনের মাধ্যমে সাইবার ক্রাইম অ্যাওয়ারনেস ফাউন্ডেশনের প্রতিনিধিত্ব করবেন।

NOTICE

Scroll to Top