বরিশাল বিশ্ববিদ্যালয় চ্যাপ্টারের আহ্বায়ক বিজয় সদস্য সচিব রুমি

অপরাধ ও সাইবার নিরাপত্তা সচেতনতা কার্যক্রমে মুজাহিদুল ইসলাম বিজয়কে ( জিওলজি অ্যান্ড মাইনিং) আহ্বায়ক ও জালাল উদ্দিন রুমিকে ( ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং) সদস্য সচিব করে বরিশাল বিশ্ববিদ্যালয় চ্যাপ্টারের কমিটি গঠন করেছে সাইবার ক্রাইম অ্যাওয়ারনেস ফাউন্ডেশন।

শনিবার সংগঠনটির কেন্দ্রীয় কমিটি ১১ সদস্যের এই চ্যাপ্টার আহ্বায়ক কমিটি ঘোষণা দেয়।

কমিটির অন্য সদস্যরা হলেন- ফজলে রাব্বি রকি ( ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং), আবু রিফাত মুহাম্মাদ আল হাসিব ( কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং), মো. বাহাউদ্দিন আবির ( মার্কেটিং), ফারজানা ফেরদৌস ( সমাজ বিজ্ঞান), আবু উবাইদা ( গণিত), আকিব জাভেদ ফাহিম ( গণিত), সাগর আহমেদ ( বোটানি), মো. জাহিদুল ইসলাম ইমরান ( ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং) ও মো. মেহেদী হাসান প্লাবন (ম্যানেজমেন্ট স্টাডিজ) ।

তারা প্রত্যেকে সাইবার ক্রাইম অ্যাওয়ারনেস ফাউন্ডেশনের চ্যাম্পিয়ন সদস্য। তারা বিশ্ববিদ্যালয়ে সভা-সেমিনারসহ বিভিন্ন ক্যাম্পেইনের মাধ্যমে সবাইকে অপরাধ ও সাইবার নিরাপত্তা তথা নিরাপদ ইন্টারনেট ব্যবহারে সচেতন করবেন।

NOTICE

Scroll to Top