ফেসবুকে ভুয়া আইডি বন্ধ করবেন যেভাবে

ফেসবুক বিড়ম্বনার একটি পরিচিত ধরণ হলো ফেক বা নকল আইডি। ফেক একাউন্ট বলতে বুঝায় এমন একাউন্ট যাতে দেয়া তথ্যগুলো যেমন: নাম, ছবি, ই-মেইল, ইত্যাদি সঠিক নয়। এই ধরনের একাউন্ট সাধারণত প্রতারণার উদ্দেশ্যে খোলা হয়। ফেক একাউন্টের ফলে অনেকেই নানাভাবে হয়রানির শিকার হন। সঠিকভাবে রিপোর্ট করলে অর্থাৎ আপনার রিপোর্ট যে সত্য তা বোঝাতে পারলে ফেসবুক কর্তৃপক্ষ ফেক আইডি বন্ধ করে দেয়। এ নিয়ে লিখেছেন আমাদের চ্যাম্পিয়ন সদস্য সাদিয়া রহমান।

প্রথমে ওপরের ছবির ছবির মতো রিপোর্ট অপশনে যান এবং তারপর নিচের নির্দেশনা অনুসরণ করুন।

আপনার নামে ভুয়া আইডি খোলা হলে আসল
আইডি থেকে Report করবেন যেভাবে

Report>Report This Profile> They are pretending to be me or Someone I know> me> Submit to facebook for review তে রিপোর্ট করুন।

আপনার বন্ধুর নামে ভুয়া আইডি খোলা
হলে যেভাবে রিপোর্ট করবেন

Report>Report This Profile> They are pretending to be me or Someone I know>Someone I know> Submit to facebook for review> এখানে নাম চাইবে, নাম দিয়ে সাবমিট করুন।

আপনার ছবি সংগ্রহ করে কেউ অন্য কোনো ফেইক আইডিতে ব্যবহার করলে সেগুলোও একইভাবে আপনার আইডি এবং আপনার ফ্রেন্ড লিস্টে থাকা আইডিগুলো থেকে রিপোর্ট করা যাবে।  যারা আপনার আসল আইডির লিস্টে রয়েছে তাদের আইডি দিয়ে রিপোর্ট করলে তা তুলনামূলক অপরিচিত আইডি থেকে বেশি কাজে দেয়।

NOTICE

Scroll to Top