Leadership Workshop (Daylong) 24 January 2020

সাইবার ক্রাইম অ্যাওয়ারনেস ফাউন্ডেশন (সিসিএ ফাউন্ডেশন) নেতৃত্ব বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার (সিজন-৭) আয়োজন করছে।

আগামী ২৪ জানুয়ারি ২০২০, শুক্রবার, বেলা ১০টা-৩টা এটি অনুষ্ঠিত হবে।
যে কেউ এতে অংশ নিতে পারবেন।

কর্মশালায় যেসব বিষয় প্রাধান্য দেয়া হবে:
১। Leader & Leadership (নেতা ও নেতৃত্ব)
২। Cyber Security Awareness (সাইবার সচেতনতা)
৩। Communication (যোগাযোগ দক্ষতা বাড়ানোর কৌশল)

অভিজ্ঞ রিসোর্স পারসন কর্মশালায় বিষয়ভিত্তিক সেশন পরিচালনা করবেন।

:: রেজিস্ট্রেশনের টোকেন মানি: ৩০৫ (তিনশ’ পাঁচ) টাকা মাত্র।

:: আপনার বিকাশ অ্যাকাউন্ট থেকে মার্চেন্ট অ্যাকাউন্টে যেভাবে পেমেন্ট করবেন:
*247# > Reply 3 for Payment > Enter bKash Merchant Wallet No 01670899144 > Enter Amount 305 > Enter Reference your last 4 digit phone number > Enter Counter No: 0 (Zero) > Enter Menu PIN: XXXXX

ওয়ার্কশপে অংশ নিতে রেজিস্ট্রেশন:
https://docs.google.com/forms/d/e/1FAIpQLSeZbb4olPUhjFL3cycFqIZ-u9xq0Y-LYjwdmRXrIVCU8TLJtQ/viewform

* টোকেন মানি নেয়া হচ্ছে শুধু ওয়ার্কশপের খাবার ও কিছু মৌলিক খরচের জন্য।
* সবাইকে ওয়ার্কশপ শেষে আনুষ্ঠানিকভাবে সনদ দেয়া হবে।
* ওয়ার্কশপে অংশ নিতে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক।
* আরো বিস্তারিত জানতে ccabd.org ভিজিট করে Event Menu দেখুন।

NOTICE

Scroll to Top