Certification of Cybercrime Protection-CCP

কোর্স: সার্টিফিকেশন অব সাইবারক্রাইম প্রোটেকশন-সিসিপি

♦ কোর্স চলবে: ১৩ জুলাই ২০১৮ থেকে ১৮ আগস্ট ২০১৮  

♦ ক্লাস: প্রতি শুক্রবার সকালে ৭ ঘণ্টা ও শনিবার বিকেলে ৩ ঘণ্টা।

♦ প্রধান প্রশিক্ষক: মো. মেহেদী হাসান, সাইবার নিরাপত্তা গবেষক
(সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ভিয়েতনাম, থাইল্যান্ড, নেপাল ও ভারত থেকে প্রশিক্ষিত।)

♦ ক্লাস অনুষ্ঠিত হবে: সিসিএ ফাউন্ডেশনের কার্যালয়ে (৫/২ লালমাটিয়া, ব্লক: এ (তৃতীয় তলা), ঢাকা)।

♦ কোর্স ফি: ৩০,০০০/- (ত্রিশ হাজার) টাকা মাত্র [সিসিএ ফাউন্ডেশনের চ্যাম্পিয়ন সদস্যদের জন্য ৫০% ছাড়ে ১৫ হাজার টাকা! ] \"\"

রেজিস্ট্রেশন সংক্রান্ত যোগাযোগ: 01826-097577, 01957-616263, 01670-899144

কেন সাইবার নিরাপত্তায় ক্যারিয়ার?  

আমাদের গুরুত্বপূর্ণ ঝুঁকির মধ্যে রয়েছে আর্থিক প্রতিষ্ঠানগুলো এবং নিরাপত্তা। আমাদের বিস্তৃত এ নেটওয়ার্ক রক্ষা করার জন্য পেশাদার সাইবার নিরাপত্তা প্রকৌশলীর বেশ অভাব রয়েছে। আমাদের পরবর্তী প্রজন্মকে সাইবার নিরাপত্তা বিষয়ে দক্ষ করার পাশাপাশি তাদের কাজে লাগাতে হবে।

শুধু বাংলাদেশেই নয়, বরং সারা বিশ্বে এই পেশাজীবীদের অভাব রয়েছে। যুক্তরাষ্ট্রের সেন্টার ফর সাইবার সেফটি অ্যান্ড এডুকেশনের এক গবেষণায় জানা গেছে, ২০২২ সালের মধ্যে বিশ্বে ১ দশমিক ৮ মিলিয়ন (১৮ লাখ) তথ্য নিরাপত্তাকর্মীর অভাব থাকবে।

বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের (বিআইবিএম ) গবেষণা বলছে, যেকোনো ধরনের দুর্ঘটনায় ‘ডাটা সেন্টার’ ক্ষতিগ্রস্ত হলে তা মোকাবেলা করার মতো দক্ষ জনবলের অভাব রয়েছে বাংলাদেশের ব্যাংকগুলোতে। এমনকি দেশের ৮০ শতাংশ ব্যাংকেই এ ধরনের দক্ষ জনবলের অভাব রয়েছে।

৯০ শতাংশ ব্যাংক কর্মকর্তা গবেষকদের বলেছেন, ব্যাংক খাতে সাইবার ঝুঁকি বাড়ছে বলে তারা মনে করছেন।

বিআইবিএমের আরেকটি গবেষণায় বলা হয়, দেশের ৫২ শতাংশ ব্যাংক বর্তমানে তথ্য নিরাপত্তার উচ্চ ঝুঁকির মধ্যে রয়েছে। অর্থাৎ সাইবার আক্রমণের মতো অতর্কিত হামলার মাধ্যমে ব্যাংকের গুরুত্বপূর্ণ তথ্য কেউ যদি চুরি করার চেষ্টা করে, তা ঠেকাতে দেশের অর্ধেকের বেশি ব্যাংকের সক্ষমতা কম। (সূত্র: প্রথম আলো, ০৮ মে ২০১৬)

একটি কার্যকরী ও ফলপ্রসূ পেশা হিসেবে সাইবার নিরাপত্তাকে বেছে নিতে আমরা একে অন্যকে উৎসাহিত করা উচিত। মা-বাবা, শিক্ষক, অভিভাবক ক্রমবর্ধমান এই বিষয়ে আরও জানা উচিত এবং সাইবার নিরাপত্তা পেশায় বাংলাদেশের তরুণদের অংশগ্রহণের ব্যাপারে সচেষ্ট হবেন বলে আমাদের বিশ্বাস।  এই পরিপ্রেক্ষিতে দেশের তরুণদের জনসম্পদে তৈরি করে সাইবার নিরাপত্তা খাতে নেতৃত্ব তৈরির উদ্দেশ্যে আমরা প্রফেশনাল ট্রেইনার দ্বারা অত্যন্ত গুরুত্বপূর্ণ  ২০টি মডিউলের এই কোর্সটি শুরু করেছি। আসুন, আমাদের প্রতিষ্ঠান ভিজিট করুন, তুলনা করুন এবং সিদ্ধান্ত নিন।

 

রেজিস্ট্রেশন করুন  

 

Certification of Cybercrime Protection-CCP

Module 1: Introduction to cyber crime

Module 2: Introduction to ethical hacking

Module 3: Cyber forensics and cyber laws

Module 4: Cyber security for financial sector

Module 5: Network security

Module 6: Fraud risk management

Module 7: Website hacking & security

Module 8: Advanced SQL injection

Module 9: Pen testing with kali-linux

Module 10: Pen testing with android

Module 11: Email hacking and tracing

Module 12: Google hacking

Module 13: Computer hacking and forensics

Module 14: Trojan and backdoors

Module 15: Sniffers

Module 16: session hijacking

Module 17: Social engineering

Module 18: Digital forensic

Module 19: Action & countermeasure

Module 20: Summary & discussion

NOTICE

Scroll to Top