ব্যাড র‍্যাবিটের লক্ষ্য এখন রাশিয়া

জাহিদুল ইসলামঃ থেমে নেই সাইবার হামলা । আবারও র‌্যানসমওয়্যার হামলা শুরু করেছে সাইবার অপরাধীরা। এবার ‘ব্যাড রাবিট’ নামে এ হামলা চালানো হচ্ছে। ইতোমধ্যে ম্যালওয়্যারটি রাশিয়া, ইউক্রেনসহ বিভিন্ন দেশে কম্পিউটার সিস্টেমকে আক্রান্ত করেছে। খবর বিবিসির।

এই হামলা এখন পর্যন্ত রাশিয়ায় বেশি হচ্ছে বলে জানাচ্ছে ক্যাসপারস্কি ল্যাব। ক্যাসপারস্কি ল্যাবের ভায়াছেস্লাভ যাকরভেস্কি বলেন – \”আমাদের তথ্য অনুযায়ী, এই আক্রমণের অধিকাংশ শিকার রাশিয়া মধ্যে অবস্থিত \” \”আমরা ইউক্রেন, তুরস্ক এবং জার্মানিতে একই রকম হামলা দেখতে পেয়েছি।\”

‘ব্যাড রাবিট’ মুলত একটি কম্পিউটারের সব কনটেন্ট এনক্রিপ্ট করে ফেলে এবং অর্থ প্রদানের দাবি করে বসে । এই ক্ষেত্রে ০.০৫ বিটকয়েন , অথবা $ ২৮০ (২২,৬৮০ টাকা) পরিমান অর্থ তারা চেয়ে থাকে।

ভাইরাস চেকিং ওয়েব সাইট ভাইরাস টোটাল এর বিশ্লেষণ অনুযায়ী এই ম্যালওয়্যার এখনও বেশিরভাগ অ্যান্টি-ভাইরাস প্রোগ্রাম দ্বারা সনাক্ত করা যায় না। নিরাপত্তা সংস্থা, ই-সেট এর তথ্য অনুযায়ী এই ম্যালওয়্যার একটি ফেক অ্যাডোব ফ্ল্যাশ আপডেট মাধ্যমে বিতরণ করা হয়।

সাম্প্রতিক সাইবার নিরাপত্তা গবেষক কেভিন বায়মন্ট একটি স্ক্রিনশট দেখিয়েছেন যাতে দেখা যায় ‘ব্যাড রাবিট’ ড্রোনস ড্রগন এবং রাঘল নাম ইউজার দের কাছে দেখাচ্ছে। যা মুলত জনপ্রিয় টিভি সিরিজ গেমস অফ থ্রোনস থেকে নেয়া ।

এই বছরের শুরুর দিকে ওয়ানা ক্রাই এবং পেটিয়া র‌্যানসমওয়্যার প্রাদুর্ভাব সারা বিশ্বে ব্যাপক বিঘ্ন ঘটায় যার লক্ষন র‌্যানসমওয়্যারটিতেও রয়েছে।

 

—-
কো-ফাউন্ডার, সিসিএ বিডি
প্রধান নির্বাহী, জাদুকর আই টি

NOTICE

Scroll to Top