ক্যাম-২০১৯-এর থিম: তথ্যপ্রযুক্তিকে নিয়ন্ত্রণ করো, নিরাপদ করো, সুরক্ষিত করো
ঢাকা, ২৩ সেপ্টেম্বর ২০১৯ সিসিএবিডি ডেস্ক: ব্যবসা প্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি সংস্থা, কলেজ, বিশ্ববিদ্যালয়, সমিতি, অলাভজনক সংগঠন ও ব্যক্তি পর্যায়ে সাইবার নিরাপত্তা সচেতনতা তৈরিতে সম্মিলিত প্রচেষ্টা হিসেবে ২০১৬ থেকে প্রতি বছরের অক্টোবর সাইবার সচেতনতা মাস (ক্যাম) পালন করে আসছে সাইবার ক্রাইম অ্যাওয়ারনেস ফাউন্ডেশন (সিসিএ ফাউন্ডেশন)। এ বছর সাইবার সচেতনতা মাসের থিম নির্ধারণ করা হয়েছে ‘Own IT. Secure IT. Protect…