উগ্রবাদে মগজ ধোলাই শুরু হয় ৬ বছর বয়সে
সংবাদ বিজ্ঞপ্তি, ঢাকা, ২৭ মার্চ ২০১৯: সাইবার ক্রাইম অ্যাওয়ারনেস ফাউন্ডেশনের উপদেষ্টা প্রযুক্তিবিদ একেএম নজরুল হায়দার বলেছেন, সহিংস উগ্রবাদে সম্পৃক্ত করতে টার্গেট করা হয় তরুণদের। আর এই কাজে উগ্রবাদীরা মগজ ধোলাই শুরু করে অপ্রাপ্ত বয়স থেকে। নানা কৌশলে খুঁজে বের করার পর গ্রুমিং শুরু হয় ছয় বছর বয়স থেকে। ১১ থেকে ১৫ বছর বয়সে রিক্রুটমেন্ট (নিয়োগ)…