সাইবার ক্রাইম অ্যাওয়ারনেস (সিসিএ) ফাউন্ডেশন সাইবার সচেতনতায় নেতৃত্ব বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার (সিজন-৬) আয়োজন করছে। আগামী ৭ সেপ্টেম্বর ২০১৮ (শুক্রবার) ঢাকায় এটি অনুষ্ঠিত হবে। সিসিএ ফাউন্ডেশনের চ্যাম্পিয়ন ও চ্যাপ্টার লিডাররা এতে অংশ নিতে পারবেন। আগে যারা চ্যাম্পিয়ন মিটআপ অ্যান্ড লিডারশিপ ট্রেনিংয়ে অংশ নিয়েছেন তাদের আবেদন করতে উৎসাহিত করা হচ্ছে।
আপনি নতুন?
আপনি সাইবার সচেতনতায় কাজ করতে আগ্রহী হলে প্রথমে চ্যাম্পিয়ন রেজিস্ট্রেশন করে নিজের চ্যাম্পিয়নশিপ নিশ্চিত করুন এবং এরপর কর্মশালায় অংশগ্রহনের জন্য আবেদন করতে পারবেন।
কর্মশালায় যেসব বিষয় প্রাধান্য দেয়া হবে:
১। পারসোনাল স্কিল ডেভেলপমেন্ট
২। সাইবার সিকিউরিটি অ্যাওয়ারনেস
৩। লিডারশিপ ইন স্যোশাল ক্যাম্পেইন
৪। তথ্যপ্রযুক্তি (আইসিটি) আইন
৫। গণযোগাযোগ
উপরোক্ত বিষয়ে অভিজ্ঞ ব্যক্তিবর্গ কর্মশালায় সেশন পরিচালনা করবেন।
:: রেজিস্ট্রেশনের টোকেন মানি: ৩০৫ (তিনশ’ পাঁচ) টাকা মাত্র।
:: আপনার বিকাশ অ্যাকাউন্ট থেকে মার্চেন্ট অ্যাকাউন্টে যেভাবে পেমেন্ট করবেন:
*247# > Reply 3 for Payment > Enter bKash Merchant Wallet No 01670899144 > Enter Amount 305 > Enter Reference your last 4 digit phone number > Enter Counter No: 0 (Zero) > Enter Menu PIN: XXXXX
:: আপনি চ্যাম্পিয়ন না হলে ccabd.org/joinus এই ঠিকানায় চ্যাম্পিয়নশিপের জন্য আবেদন করুন। চ্যাম্পিয়নশিপ চূড়ান্ত হলে তারপর ওয়ার্কশপের জন্য রেজিস্ট্রেশন করুন।
ওয়ার্কশপে অংশ নিতে রেজিস্ট্রেশন:
https://docs.google.com/…/1FAIpQLSeZbb4olPUhjFL3cy…/viewform
* টোকেন মানি নেয়া হচ্ছে শুধু ওয়ার্কশপের খাবার ও কিছু মৌলিক খরচের জন্য।
* সবাইকে ওয়ার্কশপ শেষে আনুষ্ঠানিকভাবে সনদ দেয়া হবে।
* ওয়ার্কশপ শেষে সেরা তিনজনকে পুরস্কৃত করা হবে।
* ওয়ার্কশপে অংশ নিতে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক।