প্রসেসরে ত্রুটি: বিশ্বজুড়ে ভয়াবহ সাইবার হামলার শঙ্কা
মাইক্রোপ্রসেসরের ত্রুটির সুযোগ নিয়ে ‘মেল্টডাউন’ ও ‘স্পেকটার’ নামের সাইবার হামলার আশঙ্কা দেখা দিয়েছে পৃথিবীর প্রায় সব ডেস্কটপ, ল্যাপটপ, ট্যাবলেট কম্পিউটার, স্মার্টফোনসহ বিভিন্ন যন্ত্রে। প্রচলিত কোনো অ্যান্টি ভাইরাস বা কম্পিউটার নিরাপত্তা সফটওয়্যার এমন হামলাকে ধরতে পারে না। আবার কম্পিউটারে ঢুকে তথ্য নিয়ে তা পাচার করা হচ্ছে কি না, তা ব্যবহারকারী সহজে বুঝতেও পারে না। মেল্টডাউন প্রসেসরের…