সাইবার সচেতনতা মাসের ৫ম সপ্তাহ: গণসেবামূলক অবকাঠামো রক্ষা
পালিত হচ্ছে সাইবার নিরাপত্তা সচেতনতা মাস অক্টোবর ২০১৭। বিশ্বব্যাপী এ কার্যক্রমের পঞ্চম সপ্তাহের (৩০-৩১ অক্টোবর) স্লোগান হলো- ‘সাইবার হুমকি থেকে গণসেবামূলক অবকাঠামো রক্ষা’। এ সপ্তাহের কার্যক্রমের মধ্যে রয়েছে পরিবহন ব্যবস্থা, পানি সরবরাহ, ফোন সংযোগসহ গণসেবামূলক অন্যান্য অবকাঠামোগুলোর সাইবার সুরক্ষা নিয়ে সচেতনতা তৈরি করা। কারণ এসব সেবা নিরবচ্ছিন্নভাবে চালু থাকা একটি দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকারি-বেসরকারি…