ব্যাড র্যাবিটের লক্ষ্য এখন রাশিয়া
জাহিদুল ইসলামঃ থেমে নেই সাইবার হামলা । আবারও র্যানসমওয়্যার হামলা শুরু করেছে সাইবার অপরাধীরা। এবার ‘ব্যাড রাবিট’ নামে এ হামলা চালানো হচ্ছে। ইতোমধ্যে ম্যালওয়্যারটি রাশিয়া, ইউক্রেনসহ বিভিন্ন দেশে কম্পিউটার সিস্টেমকে আক্রান্ত করেছে। খবর বিবিসির। এই হামলা এখন পর্যন্ত রাশিয়ায় বেশি হচ্ছে বলে জানাচ্ছে ক্যাসপারস্কি ল্যাব। ক্যাসপারস্কি ল্যাবের ভায়াছেস্লাভ যাকরভেস্কি বলেন – \”আমাদের তথ্য অনুযায়ী, এই আক্রমণের…