আব্দুল্লাহ আল আরাফ: বাংলাদেশে সাইবার পুলিশিংয়ে কোরিয়া তাদের সহযোগিতা অব্যাহত রাখবে। বাংলাদেশ পুলিশ ও কোরিয়া পুলিশের সম্পর্ক ভবিষ্যতে আরো ঘনিষ্ঠ হবে।
\’বাংলাদেশে সাইবার পুলিশিং বৃদ্ধি\’ শীর্ষক সেমিনারের বক্তারা এসব কথা বলেন। বৃহস্পতিবার (২১/০৯/১৭) ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে কোরিয়া ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (কোইকা), পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ও কোইকা বাংলাদেশ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (কেবিএএ) যৌথ উদ্যোগে এ সেমিনার হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুলিশের অতিরিক্ত আইজিপি শেখ হেমায়েত হোসেন। বিশেষ অতিথি ছিলেন কোরিয়া দূতাবাসের ঢাকায় নিযুক্ত রাষ্ট্রদূত মি. হান সুং ডু।
অনুষ্ঠানে কোরিয়া ও বাংলাদেশ সিআইডির আয়োজনে দুই সপ্তাহব্যাপী সাইবার সিকিউরিটি ট্রেনিংপ্রাপ্ত সিআইডি কর্মকর্তাদের সনদ বিতরণ করা হয়। একইসঙ্গে কোরিয়াতে সাইবার সিকিউরিটি ট্রেনিং করা ১২ জন কর্মকর্তাকে স্নাতক সম্মাননা দেয়া হয়।