সাইবার ক্রাইম অ্যাওয়ারনেস (সিসিএ) ফাউন্ডেশন সাইবার সচেতনতায় নেতৃত্ব বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার (সিজন-৬) আয়োজন করছে। আগামী ৭ সেপ্টেম্বর ২০১৮ (শুক্রবার) ঢাকায় এটি অনুষ্ঠিত হবে। সিসিএ ফাউন্ডেশনের চ্যাম্পিয়ন ও চ্যাপ্টার লিডাররা এতে অংশ নিতে পারবেন। আগে যারা চ্যাম্পিয়ন মিটআপ অ্যান্ড লিডারশিপ ট্রেনিংয়ে অংশ নিয়েছেন তাদের আবেদন করতে উৎসাহিত করা হচ্ছে।
কর্মশালায় যেসব বিষয় প্রাধান্য দেয়া হবে:
১। পারসোনাল স্কিল ডেভেলপমেন্ট
২। সাইবার সিকিউরিটি অ্যাওয়ারনেস
৩। লিডারশিপ ইন স্যোশাল ক্যাম্পেইন
৪। তথ্যপ্রযুক্তি (আইসিটি) আইন
৫। গণযোগাযোগ
উপরোক্ত বিষয়ে অভিজ্ঞ ব্যক্তিবর্গ কর্মশালায় সেশন পরিচালনা করবেন।
:: রেজিস্ট্রেশনের টোকেন মানি: ৩০৫ (তিনশ’ পাঁচ) টাকা মাত্র।
:: আপনার বিকাশ অ্যাকাউন্ট থেকে মার্চেন্ট অ্যাকাউন্টে যেভাবে পেমেন্ট করবেন:
*247# > Reply 3 for Payment > Enter bKash Merchant Wallet No 01670899144 > Enter Amount 305 > Enter Reference your last 4 digit phone number > Enter Counter No: 0 (Zero) > Enter Menu PIN: XXXXX
:: আপনি চ্যাম্পিয়ন না হলে ccabd.org/joinus এই ঠিকানায় চ্যাম্পিয়নশিপের জন্য আবেদন করুন। চ্যাম্পিয়নশিপ চূড়ান্ত হলে তারপর ওয়ার্কশপের জন্য রেজিস্ট্রেশন করুন।
ওয়ার্কশপে অংশ নিতে রেজিস্ট্রেশন:
https://docs.google.com/…/1FAIpQLSeZbb4olPUhjFL3cy…/viewform
* টোকেন মানি নেয়া হচ্ছে শুধু ওয়ার্কশপের খাবার ও কিছু মৌলিক খরচের জন্য।
* সবাইকে ওয়ার্কশপ শেষে আনুষ্ঠানিকভাবে সনদ দেয়া হবে।
* ওয়ার্কশপ শেষে সেরা তিনজনকে পুরস্কৃত করা হবে।
* ওয়ার্কশপে অংশ নিতে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক।