সিসিএ ফাউন্ডেশন সিলেট চ্যাপ্টারের প্রথম সভা

সাইবার ক্রাইম অ্যাওয়ারনেস ফাউন্ডেশনের সিলেট চ্যাপ্টার গঠনের বিষয়ে স্থানীয় চ্যাম্পিয়নদের প্রথম সভা হয়েছে। গত শনিবার (১৭ মার্চ ২০১৮) বিকেল সাড়ে ৪টায় সিলেটের পানসি ইন রেস্টুরেন্টে এ সভা হয়। এতে সঞ্চালক ছিলেন সংগঠনের সিলেট চ্যাপ্টারের সমন্বয়ক রাহাত আহমেদ শাওন।

সভায় উপস্থিত চ্যাম্পিয়নদের মধ্যে ছিলেন- সাদিকুর রহমান নাঈম, সাহিদাতুল কোবরা, খয়রুল আলম, দুর্জয় দাস দীপ,আদিল আহমেদ,  জোবাইদা তাসনিম, আশরাফুল আলম, আব্দুল্লাহ আল মারুফ, কুলসুমা বেগম দিনা ও তারেক হাসান।

\"\"

সভায় সিলেট অঞ্চলে অপরাধ ও সাইবার নিরাপত্তা সচেতনতা কার্যক্রম কিভাবে সম্প্রসারণ করা যায় তা নিয়ে মুক্ত আলোচনা হয়। নিজেদের পরিবারের অনেক সদস্য এবং স্কুল কলেজের শিক্ষার্থীরা কিভাবে সাইবার অপরাধের শিকার হচ্ছেন এবং ক্রমেই ভুক্তভোগীর সংখ্যা যে হারে বাড়ছে  সেসব বিষয়ে সভায় অভিজ্ঞতা তুলে ধরেন আলোচকরা।

সভায় চ্যাম্পিয়নরা সিলেট বিভাগে সাইবার সচেতনতায় বিভিন্ন কর্মসূচি পালনের মাধ্যমে সাইবার ক্রাইম  অ্যাওয়ারনেস ফাউন্ডেশনের লক্ষ্য-উদ্দেশ্য বাস্তবায়নে কাজ করার প্রত্যয় করেন।

 

NOTICE

Scroll to Top