সিসিএ ফাউন্ডেশনের বশেমুরবিপ্রবি চ্যাপ্টারের আহ্বায়ক নবী সচিব মারুফ

অপরাধ ও সাইবার নিরাপত্তা সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে সাইবার ক্রাইম অ্যাওয়ারনেস (সিসিএ) ফাউন্ডেশনের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি), গোপালগঞ্জ চ্যাপ্টারের ১৯ চ্যাম্পিয়ন সদস্য নিয়ে আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে মো. শেখ মাসুদুন নবীকে (মার্কেটিং বিভাগ) আহ্বায়ক ও মো. মারুফল আলমকে (মার্কেটিং বিভাগ) সদস্য সচিব করা হয়েছে। সাইবার ক্রাইম অ্যাওয়ারনেস ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটি কর্তৃক শুক্রবার (১১ মে ২০১৮) এই কমিটি ঘোষণা করা হয়েছে।

কমিটির অন্য সদস্যরা হলেন- মো. নাদিম হোসেন, মিজানুর রহমান মোল্লা, রত্নপ্রভ রায়, খাদিজা আক্তার বৃষ্টি, শেখ মুরাদ হোসেন, শৈশব দে দোদুল জিতু, মারিয়াম আক্তার, ফাহাদ কবির নিঝুম, আফরিদ খান ফাহিম, সাদিয়া তাসনিম সুপ্তি, আল শাহরিয়ার, আনকিতা দত্ত মৌ, মো. সোহেল, মো. রাসেল, এস এম রাকিব, আব্দুলাহ আল নোমান এবং রুবায়েত হাসান।

চ্যাম্পিয়নদের নিয়ে গঠিত কমিটির প্রত্যেকে বশেমুবিপ্রবিসহ আশপাশের এলাকায় সাইবার অপরাধ সচেতনতায় বিভিন্ন কর্মসূচি পালনের মাধ্যমে সাইবার ক্রাইম অ্যাওয়ারনেস ফাউন্ডেশনের প্রতিনিধিত্ব করবেন।

 

NOTICE

Scroll to Top