সিসিএ ফাউন্ডেশনের ডেমরা চ্যাপ্টার গঠন

ঢাকা: অপরাধ ও সাইবার নিরাপত্তা সচেতনতায় সাইবার ক্রাইম অ্যাওয়ারনেস (সিসিএ) ফাউন্ডেশনের ১১ সদস্য নিয়ে ডেমরা চ্যাপ্টারের আহ্বায়ক কমিটি গঠন হয়েছে। এতে মো. বজলুল করিমকে (গাঙ্গচিল বিডি, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার) আহ্বায়ক ও মো. মনিরুল ইসলামকে (প্রো. জে. জে জামদানী হাউস) সদস্য সচিব করা হয়েছে। শনিবার এই কমিটি ঘোষণা দেয়া হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন- মো. মুনছুর আলম সরকার (সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ) মো. সাব্বির হোসেন (ডেমরা ইউনির্ভারসিটি কলেজ), মো. ওমর ফারুক (সিটি ইউনির্ভারসিটি, ঢাকা), কাজী মোকাদ্দেস মুগ্ধ (হাজী আসমত কলেজ), জান্নাতুল ফেরদৌস তানিয়া (সরকারী তুলারাম কলেজ, নারায়গঞ্জ) আয়শা আক্তার মারজান (স্যার সলিমুল্লাহ কলেজ), আয়াতুল্লাহ (কবি নজরুল সরকারি কলেজ) শ্রাবন্তি আলম বিন্তু (আদমজি ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ) আমজাদ আদমজী (এম.ডাব্লু কলেজ)

তারা প্রত্যেকে এলাকায় সাইবার সচেতনতায় বিভিন্ন কর্মসূচি পালনের মাধ্যমে সাইবার ক্রাইম অ্যাওয়ারনেস ফাউন্ডেশনের প্রতিনিধিত্ব করবেন।

NOTICE

Scroll to Top