মুজিববর্ষে সাইবার নেতৃত্ব বিষয়ক স্লোগান আহ্বান

প্রেস বিজ্ঞপ্তি 

ঢাকা, ৪ ডিসেম্বর ২০১৯: সরকারি ঘোষণা অনুযায়ী মুজিববর্ষ-২০২০ কর্মসূচির অংশ হিসেবে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে সমাজে সাইবার সচেতনতার নেতৃত্ব তৈরিতে মাসব্যাপী কর্মসূচি নিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন সাইবার ক্রাইম অ্যাওয়ারনেস ফাউন্ডেশন (সিসিএ ফাউন্ডেশন)। স্বাধীনতার মাস মার্চজুড়ে এই কর্মসূচি পালন হবে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সাইবার সচেতনতার নেতৃত্ব তৈরি করা এই কর্মসূচির মূল লক্ষ্য।

এই কর্মসূচি বাস্তবায়নে নেতৃত্ব বিষয়ক প্রতিপাদ্য বা স্লোগান আহ্বান করেছে সিসিএ ফাউন্ডেশন। যার পাঠানো স্লোগান নির্বাচিত হবে তাকে বিশেষভাবে পুরষ্কৃত করা হবে। স্লোগান পাঠাতে হবে প্রেরকের নাম-পরিচয় ও ফোন নম্বরসহ ৩০ জানুয়ারি ২০২০ এর মধ্যে এই ঠিকানায়- aidcca@gmail.com। ইমেইলের সাবজেক্ট হিসেবে অবশ্যই ‘MujibBorsho Slogan\’ লিখতে হবে। বিস্তারিত- ccabd.org।

NOTICE

Scroll to Top