বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্য সাইবার সচেতনতা কর্মশালা

সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের (ডিগ্রি/অনার্স কলেজের জন্যও প্রযোজ্য) শিক্ষকদের জন্য সাইবার সচেতনতা কর্মশালার আয়োজন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন সাইবার ক্রাইম অ্যাওয়ারনেস ফাউন্ডেশন। ২৭ মার্চ ২০১৯ (বুধবার)  সকাল ৯টা থেকে দুপুর ১টা ঢাকায় এই কর্মশালা অনুষ্ঠিত হবে।

কর্মশালায় সাইবার অপরাধ কী, হ্যাকিং কিভাবে হয়, অপরাধী কারা, সাইবার অপরাধ থেকে বাঁচার উপায়, ইন্টারনেটের নিরাপদ ব্যবহার, তথ্যের সত্যতা যাচাই, অনলাইনে গুজব ও সহিংস উগ্রবাদ প্রতিরোধসহ নানা গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা থাকবে।

সেশন পরিচালনা করবেন দেশের স্বনামধন্য দুজন সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ জনাব একেএম নজরুল হায়দার, তথ্যপ্রযুক্তিবিদ এবং জনাব মেহেদী হাসান, সাইবার নিরাপত্তা প্রশিক্ষক ও গবেষক

  • কর্মশালায় আসন সংখ্যা: ২০
  • অংশগ্রহণকারীদের জন্য সম্মানি ও দুপুরের খাবারের ব্যবস্থা। 
  • যেকোনো সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষক এতে অংশ নিতে পারবেন। 
  • আগ্রহীদের আগাম রেজিস্ট্রেশন বাধ্যতামূলক। 
  • রেজিস্ট্রেশনের জন্য প্রার্থীর নাম, পদবী, বিভাগ, বিশ্ববিদ্যালয়ের নাম, ফোন ও ইমেইলসহ যোগাযোগ: 01826097577, aidcca@gmail.com

বি.দ্র: আগে যারা একই কর্মশালায় অংশ নিয়েছেন তাদের জন্য এটি প্রযোজ্য নয়।

বেসরকারি উন্নয়ন সংস্থা মানুষের জন্য ফাউন্ডেশনের সম্প্রীতি প্রকল্পের আওতায় এই কর্মসূচি বাস্তবায়ন করছে সাইবার ক্রাইম অ্যাওয়ারনেস ফাউন্ডেশন।  

 

 

 

NOTICE

Scroll to Top