চবি চ্যাপ্টারের আহ্বায়ক ইফতেখার সদস্য সচিব গিফারী

অপরাধ ও সাইবার নিরাপত্তা সচেতনতায় পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ইফতেখার হোসেন খানকে আহ্বায়ক ও মো. আবু জর গিফারীকে সদস্য সচিব করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চ্যাপ্টারের কমিটি গঠন করেছে সাইবার ক্রাইম অ্যাওয়ারনেস ফাউন্ডেশন।

শুক্রবার স্বেচ্ছাসেবী এই সংগঠনের ১৩ সদস্য বিশিষ্ট চ্যাপ্টার আহ্বায়ক কমিটির তালিকা প্রকাশ করা হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন- কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের মারুফ শিকদার, বনবিদ্যা বিভাগের লুৎফর রহমান রায়হান,  পরিবেশ বিজ্ঞানের আরেফিন চৌধুরী,  বনবিদ্যার সুদীপ্ত সেনগুপ্ত, পরিবেশ বিজ্ঞানের দীপ্ত দে, ইলেকট্রনিকস অ্যান্ড ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের মাহবুব হাসান, বনবিদ্যার মাহবুবুর রহমান, পরিবেশ বিজ্ঞানের অভি শিকদার,  বনবিদ্যার মাসুদ জামাল, পরিবেশ বিদ্যার নুরজাহান বেগম ও তারেকুল হক মো. রিফাত।

তারা সবাই সাইবার ক্রাইম অ্যাওয়ারনেস ফাউন্ডেশনের চ্যাম্পিয়ন সদস্য। তারা বিশ্ববিদ্যালয়ে সভা-সেমিনারসহ বিভিন্ন ক্যাম্পেইনের মাধ্যমে সাইবার সচেতনতায় কাজ করার প্রত্যয় করেছেন।

NOTICE

Scroll to Top