আইসাকার আয়োজনে ঢাকায় ক্যাম কর্মসূচি

সিসিএবিডি ডেস্ক 

ঢাকা, ১৩ অক্টোবর ২০১৯:

প্রযুক্তিবিদদের আন্তর্জাতিক সংগঠন আইসাকা ঢাকা চ্যাপ্টারের আয়োজনে সাইবার সচেতনতা মাসের (ক্যাম) কর্মসূচি পালন করা হয়েছে। গতকাল শনিবার (১২ অক্টোবর ২০১৯) রাজধানীর কাকরাইলে অডিট ভবনে এ উপলক্ষে সেমিনারের আয়োজন হয়। এতে তিনটি বিষয়ের ওপর গুরুত্বপূর্ণ আলোচনা হয়।

আইসাকা ঢাকা চ্যাপ্টার সভাপতি মো. ইকবাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিষয়ভিত্তিক আলোচনায় অংশ নেন ই-গভর্নেন্স সাইবার ইনসিডেন্ট রেসপন্স টিম (চার্ট) এর কর্মকর্তা মো. মইনুল হোসেন, আইসাকা ঢাকা চ্যাপ্টারের আইটি গভর্নেন্সের পরিচালক মো. শামসুজ্জামান সরকার ও সাইবার ক্রাইম অ্যাওয়ারনেস ফাউন্ডেশনের (সিসিএ ফাউন্ডেশন) সভাপতি কাজী মুস্তাফিজ।

এছাড়াও অনুষ্ঠানে আইসাকার বিভিন্ন প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের হাতে সনদ তুলে দেন অনুষ্ঠানের সভাপতি।

পরে আইসাকা ঢাকা চ্যাপ্টারের ইজিএম অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।

NOTICE

Scroll to Top