হোম ইকোনোমিক্স চ্যাপ্টারের আহ্বায়ক মিতু সচিব ইশরাক

অপরাধ ও সাইবার নিরাপত্তা সচেতনতায় সাইবার ক্রাইম অ্যাওয়ারনেস ফাউন্ডেশনের ১৭ জন চ্যাম্পিয়ন সদস্য নিয়ে কলেজ অব হোম ইকোনোমিক্স (আজিমপুর, ঢাকা) চ্যাপ্টারের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে মিতু আক্তারকে (টেক্সটাইল বিভাগ) আহ্বায়ক ও ইশরাক জাহানকে (শিশু বিকাশ বিভাগ) সদস্য সচিব করা হয়েছে। শনিবার (১২ মে ২০১৮) ফাউন্ডেশনের কেন্দ্রীয় পর্যায় থেকে এই কমিটির ঘোষণা দেয়া হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন- সুমাইয়া জামান মিম, রুমি সরকার, ফাহমিদা প্রমা, হুমায়রা ইয়াসমিন, সালমা আক্তার, শান্তা জাহান ইতি, মুনজারিন রহমান দিশা, সুফিয়া খাতুন নাঈমা, ফারিয়া আনজুম, ইফতেসাম ইমু, মারজিয়া লোবা, নাজমুন নাহার, নওশিন তাবাসসুম, সানজিদা আফরোজ আরশী ও সৈয়দা কামারী নূর ঐশী।

তারা প্রত্যেকে হোম ইকোনোমিক্স কলেজ ও তার আশেপাশের এলাকায় সাইবার সচেতনতায় বিভিন্ন কর্মসূচি পালনের মাধ্যমে সাইবার ক্রাইম অ্যাওয়ারনেস ফাউন্ডেশনের প্রতিনিধিত্ব করবেন।

NOTICE

Scroll to Top