সাইবার সচেতনতা: ঢাবি চ্যাপ্টারের আহ্বায়ক দিবা সচিব ইমি

অপরাধ ও সাইবার নিরাপত্তা সচেতনতায় সাইবার ক্রাইম অ্যাওয়ারনেস ফাউন্ডেশনের ৯ জন চ্যাম্পিয়ন সদস্য নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) চ্যাপ্টারের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে ফাতিমা জামান দিবাকে (গণিত বিভাগ) আহ্বায়ক ও আদনিন জেবিন ইমিকে (মনোবিজ্ঞান বিভাগ) সদস্য সচিব করা হয়েছে। বৃহস্পতিবার (৩১ মে ২০১৮) ফাউন্ডেশনের কেন্দ্রীয় পর্যায় থেকে এই কমিটির ঘোষণা দেয়া হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন – মনির হোসেইন (ইনস্টিটিউট অফ সোশ্যাল ওয়েলফেয়ার এ্যান্ড রিসার্চ বিভাগ), সিনথিয়া ঝুমা (সমাজবিজ্ঞান বিভাগ), শেখ সাজ্জাদ আহমেদ ফাহিম (সমাজবিজ্ঞান বিভাগ), লাইলা নূর কেয়া (মিউজিক বিভাগ), কামরুন নাহার (এমবিএ), দোলন উদ্দিন (দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ) ও আরিফুর রাহমান (সমাজবিজ্ঞান বিভাগ)।

তারা প্রত্যেকে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং তার আশেপাশের এলাকায় সাইবার সচেতনতায় বিভিন্ন কর্মসূচি পালনের মাধ্যমে সাইবার ক্রাইম অ্যাওয়ারনেস ফাউন্ডেশনের প্রতিনিধিত্ব করবেন।

 

NOTICE

Scroll to Top